I Cry

Chh
Yeah
Yeah woooo woahh
Yeah woooo woahh
Yeah woooo woahh
Yeah woooo woahh
পাশ থেকে যা ভাই মন নাই
জানিনা কি চাই কি না চাই
ভালোবাসা ছিলো তাই এখন গান গাই
Trap game আমার hard পুরো বাংলায়
ভালোবাসা ছিলো তাই এখন গান গাই
Trap game আমার hard পুরো বাংলায়
Main stɾeam এ চলে গেলে সব পাল্টায়
বানচ*দ দেখে বলে
আমি যাবনা, সুখ পাবনা
আমি যাবনা, সুখ পাবনা
আর জাবি কোথায় যাবি
কি সময় পাবি
আর মাঝরাতে cigerette এ জ্বলে পুড়ে যাবি
বলি ব*ল ভালোবাসা
কিযে কি হল আমার
আমি নেশা করতে চাই না
খালি মাথায় আসে চিন্তা ভাবনা
তোর মুখে চোখে কান্না
তোর কথা মনে করতে চাইনা
Woahh Woahh
আর ভাল লাগে টুক টুক বাজনা
আমার ভাল লাগে পেটি ভরা খাজনা
আমার mumble এ নাচে পুরো বাংলা
যাই উড়ে যায় woahh
High পুরো High woah
যাই মরে যাই woahhh
চোখ খুলে দেখে রাখ
আমি নেশা করতে চাই না
খালি মাথায় আসে চিন্তা ভাবনা
তোর মুখে চোখে কান্না
তোর চোখও মনে করতে চাইনা
Woahh
তোর মুখে চোখে কান্না
তোর কথা মনে করতে চাইনা
Woahh
Woahhh
Đăng nhập hoặc đăng ký để bình luận

ĐỌC TIẾP