Ahhh
ব*ল লাগে আমার ব*ল লাগে
আমি অতীত এ তাকালে ভয় খাই
ব*ল লাগে আমার ব*ল লাগে
আমি অতীত এ তাকালে ভয় খাই
ব*ল লাগে আমার ব*ল লাগে
আমি অতীত এ তাকালে ভয় খাই
ব*ল লাগে আমার ব*ল লাগে আমার
Ahhh (Zombieeland)
আমি হলাম একটা কুকুর (কুকুর)
সকালে হলনা দুপুর (দুপুর)
দুপুর থেকে সেই রাত কেটে যায়
রাত থেকে দিন শুরু (Du du du du du)
Juice হলো আমার গুরু
পাতাতে জড়িত সকলে উরু
আকাশে আকাশে বাতাসে বাতাসে
চলো এই ɾap scene করি শুরু
বেকার বসলে দিন কেটে যায়
চিন্তায় প্রভু হাত বাড়ায়
রাতে বেজে গেচে দুই
তবুও ঘুম আসেনা ফুকতে চায়
ভালো হলে ভালো
খারাপ হলে
চোখে জল চলে আসে কান্না পায়
আশে পাশে সব cheating বাজি
Fake ass friends killing my [A]vibe
আস্তে বলনা ভাই
এরাতো টাকাতে ঘুমাতে চায়
তাকালে পালাতে পারলে হয়
বন্দুকে এক দুই তিন চার পাঁচ ছয়
তোর আর আমার তুলনা নয়
অতীতে দেখতে লাগে ভয়
মামারা দেখতে পেলেই ɾeverse gear
চল চল চল ভাগ ভাগ ভাগ
আমার খোকারা gangster
এরা বিজলী থেকে সব বিরি ধরায়
ভবিষ্যত সবার অন্ধকার
তবু হার মানেনা লড়তে চায়
VVS আমার ice
মারতে ভাবিনা twice
এপার থেকে ওপার
আমার মাথায় আছে price
Psych
আমি উঁচুতে খুব
ধরতে পারবি ছুবি ছুবি
চুপিচুপি
আমি খুবই সুখী
ওরা পিঠে ছুরি
খুনি টুকি মারে
শুনি উলুধ্বনি
আমি খুবই সুখী
তাই মাথায় রাখি না টুপি ফুপি
তোরা দূরত্ব রাখ
এলাকা টা সালা ভাগ করা
এটা Zombieeland [Bm](Zombiee)
এখানে ছেলে পেলে সব আধমরা (Dead)
ঠিকই ছিলো
আগে সম্পর্ক ঠিকই ছিলো (Facts)
ছুরি মারার লোক ঠিকই ছিলো (ঠিক)
কুড়ি খানা রাখা তোদের মতো পাশে
ওদের দামও কাল ঠিকিই ছিলো(facts)
খাসি কাটা বাসি হাতের বাঁশিটা জাগানো জাগানো (জাগানো জাগানো)
ঠিকই ছিলো (Yeah)
এলাকা দখল easy ছিলো
আগুনে চামচ রেখেছি তখনই
ভালোবেসে চিনি দিলো
গ্রামে থাকি তবু বরফ কিনি যখন কিনি kilo (Coco)
এই জানোয়ার ঋণী ছিলো
ঘাটে বেড়ে ওঠা কালসাপ
আর খাঁচায় রাখা ছোট গিনিপিগও
(কী? নিশ্বাস)
ব*ল লাগে আমার ব*ল লাগে
আমি অতীত এ তাকালে ভয় খাই
ব*ল লাগে আমার ব*ল লাগে
আমি অতীত এ তাকালে ভয় খাই (Facts)
ব*ল লাগে আমার ব*ল লাগে
আমি অতীত এ তাকালে ভয় খাই
ব*ল লাগে আমার ব*ল লাগে আমার