তোমার ওই চোখে
শরৎতের প্রান্তে
ছুঁটে যায় আমার প্রাণ
নীল দিগন্তে
কিভাবে গলছে
এ হৃদয় টলছে
বরষায় করবো স্নান
ভিজবো আদরে
কেনো, ভেবে যায় এ মন এতো?
বারে বারে, আমি তোর ঠিকানায়
ওই, তারা গুলো কেনো কথা বলে?
জোঁনাকি বিছানায়
তোর, ভেসে থাকা স্মৃতি কেড়ে চলি
আমি পাড় হই অজানা
এই ভালোবাসাগুলো খুঁজি আমি
মিষ্টি কারখানায়
তোর লাল, নীল, সাদা, কালো
সব কিছু নিতে চাই
ধূসর মেঘের স্মৃতি গুলো
সব ভুলে দিতে চাই
আকাশের সব রেখা গুলো
বুনতে আমি চাই
যদি আমি অধীকার পেতাম
তোর ছবি এঁকে যাই
সেই নরমে আমি বাঁচি
উঁকি মারি, স্বপ্নের জানালায়
তোর পাশে ভেবে, আমি ভালো থাকি
খুশির আস্তানায়
এই, ভেসে থাকা স্মৃতি কেড়ে চলি আমি
পাড় হই অজানা
তোর ভালোবাসাগুলো খুঁজি আমি
মিষ্টি কারখানায়
তোমার ওই চোখে
শরৎতের প্রান্তে
ছুঁটে যায় আমার প্রাণ
নীল দিগন্তে
Đăng nhập hoặc đăng ký để bình luận
Đăng nhập
Đăng ký