চলতে চাওয়া তোর সাথে
টলছে হাওয়া মাঝরাতে
আলতো ছোঁয়ার আস্কারাতে
তোর চোখে চোখ রেখে
গুনছি তারা তোর চোখে
ঝুঁকছি খালি তোর দিকে
যাচ্ছে আবার রাত পেরিয়ে
তোর আমার আকাশ ফেলে
ভালো থাকা যায় এভাবেও
যদি চাওয়া যায়
তুই হাতে হাত ছোঁয়ালেও
ভালোবাসা যায়
ভালোবাসা হয় কিভাবে
বলেনা তো কেউ
ভালোলাগে কোন স্বভাবে
বোঝেনাতো কেউ
এমনি আমি ভালোবেসে যাই
এমনি ভাবেই তোকে চাই
এমনি আমি ভালোবেসে যাই
এমনি ভাবেই তোকে চাই
উড়ছে পাতা রাস্তাতে
শুনছে ওরা কান পেতে
ঝাপসা আলোর জাল সরিয়ে
তোর কথা মন দিয়ে
হাঁটছি আমি তোর পাশে
ভাসছে কথা নিঃশ্বাসে
যাচ্ছে আবার রাত ফুরিয়ে
তোর আমার আকাশ ফেলে
ভালো থাকা যায় এভাবেও
যদি চাওয়া যায়
তুই হাতে হাত ছোঁয়ালেও
ভালোবাসা যায়
ভালোবাসা হয় কিভাবে
বলেনা তো কেউ
ভালোলাগে কোন স্বভাবে
বোঝেনাতো কেউ
এমনি আমি ভালোবেসে যাই
এমনি ভাবেই তোকে চাই
এমনি আমি ভালোবেসে যাই
এমনি ভাবেই তোকে চাই