Emni ami

চলতে চাওয়া তোর সাথে
টলছে হাওয়া মাঝরাতে
আলতো ছোঁয়ার আস্কারাতে
তোর চোখে চোখ রেখে
গুনছি তারা তোর চোখে
ঝুঁকছি খালি তোর দিকে
যাচ্ছে আবার রাত পেরিয়ে
তোর আমার আকাশ ফেলে
ভালো থাকা যায় এভাবেও
যদি চাওয়া যায়
তুই হাতে হাত ছোঁয়ালেও
ভালোবাসা যায়
ভালোবাসা হয় কিভাবে
বলেনা তো কেউ
ভালোলাগে কোন স্বভাবে
বোঝেনাতো কেউ
এমনি আমি ভালোবেসে যাই
এমনি ভাবেই তোকে চাই
এমনি আমি ভালোবেসে যাই
এমনি ভাবেই তোকে চাই
উড়ছে পাতা রাস্তাতে
শুনছে ওরা কান পেতে
ঝাপসা আলোর জাল সরিয়ে
তোর কথা মন দিয়ে
হাঁটছি আমি তোর পাশে
ভাসছে কথা নিঃশ্বাসে
যাচ্ছে আবার রাত ফুরিয়ে
তোর আমার আকাশ ফেলে
ভালো থাকা যায় এভাবেও
যদি চাওয়া যায়
তুই হাতে হাত ছোঁয়ালেও
ভালোবাসা যায়
ভালোবাসা হয় কিভাবে
বলেনা তো কেউ
ভালোলাগে কোন স্বভাবে
বোঝেনাতো কেউ
এমনি আমি ভালোবেসে যাই
এমনি ভাবেই তোকে চাই
এমনি আমি ভালোবেসে যাই
এমনি ভাবেই তোকে চাই
Đăng nhập hoặc đăng ký để bình luận

ĐỌC TIẾP