Shudhu Tomake

সময় কেটেছে
তোমারি পথ চেয়ে
তুমি কেন বুঝনি
কি বলতে চাই ইশারাতে
মনের কথা বলতে পারিনি
চেয়ে ও কতবার
গোপনে রেখেছি
এই স্বপ্নটি আমার
তুমি আমার আলো
নিভিয়ে দাও অন্ধকার
আমি শুধু তোমাকে চাই
আজও খুঁজে বেড়াই
তুমি আমার আলো
নিভিয়ে দাও অন্ধকার
আমি শুধু তোমাকেই চাই
কেন বলতে পারিনা
মেঘে ঢাকা দিন গুলোর
বৃষ্টির হাসি
কেন শেই বাতাসের মাঝে
তোমায় খুঁজি
মনের মাঝে গেঁথে রেখেছি
তোমায় আমি
শুধু এক ইশারার
আশায় রয়েছি
কেন আজও এই মন ছুটে
তোমার ছায়ার পিছে
আমি খুজে ফিরে ফিরে
চেয়ে রই তোমার পথে
জেগে রই তোমার নিশি
কোন আপন মন জুরে
আমার সেই হাসি
তোমার কথা ভেবে
তুমি আমার আলো
নিভিয়ে দাও অন্ধকার
আমি শুধু তোমাকেই চাই
কেন বলতে পারিনা
Đăng nhập hoặc đăng ký để bình luận

ĐỌC TIẾP