Lockdown Er Gaan

আর এসোনা প্রিয় স্বজন আমার আশেপাশে।
মরে ‌গে‌লেও ফুল দিওনা আমার নিথর লাশে।
আমি এক বেওয়া‌রিশ লাশ।
তোরা কেউ ফিরে না‌হি চাস।
আর এসোনা প্রিয় স্বজন আমার আশেপাশে।
মরে ‌গে‌লেও ফুল দিওনা আমার নিথর লাশে।

য‌মের দে‌শে অপূর্ণতায় জীবন হ‌লো চূর্ণ।
মর‌লে প্রজা রাজার খাতায় লা‌শের হি‌সেব শুন্য।
আর এসোনা প্রিয় স্বজন আমার আশেপাশে।
মরে ‌গে‌লেও ফুল দিওনা আমার নিথর লাশে।

লক ডাউ‌নে প‌রে থাক‌বে আ‌মার নিথর দেহ।
জান‌বে না কেউ গুমরে কাঁদ‌বে আমার স্বজন প্রিয়।
আর এসোনা প্রিয় স্বজন আমার আশেপাশে।
মরে ‌গে‌লেও ফুল দিওনা আমার নিথর লাশে।
আমি এক বেওয়া‌রিশ লাশ।
তোরা কেউ ফিরে না‌হি চাস।
Đăng nhập hoặc đăng ký để bình luận