মনে ভাবনা নিয়ে একা বহুদূর চলি
মনে কোনো নেই আর বেদনা আমার
বিষাক্ত তোমার সমাজে আশ্রয় নিবনা
বাধার এই নিয়মে আমি থাকবো না
আমি একা ভালো
চেতনা জেগেছে, আমি আলো
আমি একা ভালো
নিরাবতায়ে আমি আলো
আলো, আলো
পিছে টানতে পারবে না আমায়
আলো, আলো
রাখতে পারবে না আমায়
আমি আলো
ছোটবেলায় দাগ, ভেবেছিলে রেখে দিলে
অনুমতি ছাড়া স্পর্শ, শক্তি এটা নয়
তুমি ব্যর্থ
পালাতে পারবে না
তুমি ধ্বংস
তুমি ব্যর্থ,
আমি আলো
আলো, আলো
পিছে টানতে পারবে না আমায়
আলো, আলো
রাখতে পারবে না আমায়
আমি আলো
তুমি এসে জীবনে
বললে ভাবনা করো না
এক যুগ চলে গেলো - বিভ্রান্তে
ভুল তবুও করেছি আরো
শিখেছি ভালোবাসা
একঘেয়েমি রং নয়
সেই আলো, লজ্জা বিহীন আমার
আলো, আলো
পিছে টানতে পারবে না আমায়
আলো, আলো
রাখতে পারবে না আমায়
আমি আলো
I am walking ahead with thoughts in my [A]head
I have no ɾegrets in my [A]heart anymore
I will not take shelter in your toxic society
I will not stay bound by these ɾestɾicted ɾules
I am sufficient by myself
I have ɾealized that I am light
I am sufficient by myself
In this peaceful silence, I am light
I am light, light
You cannot pull me back
I am light, light
You cannot keep me
I am light
You thought you [A7left a stain in my [A]childhood
Touch without consent is not power
You have failed
You cannot hide, you [A7are defeated
You have failed
And I am light
I am light, light
You cannot pull me back
I am light, light
You cannot keep me
I am light
You came into [C7]my [A]life
And said not to [C7]worry
But a decade passed
Shakily.
I have made more mistakes
But have learned love
Is not this monotone color
My light, I own it without shame
I am light, light
You cannot pull me back
I am light, light
You cannot keep me
I am light